জম্মু কাশ্মীরকে রাজ্যের পূর্ণ মর্যাদায় ফেরানো হবে কি? বৃহস্পতিবার মোদীর ডাকা সর্বদলীয় বৈঠক নিয়ে শুরু জল্পনা

আমাদের ভারত, ১৯ জুন:ফের জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সেই জল্পনাই এখন তুঙ্গে জাতীয় রাজনীতিতে। কারণ আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। কাশ্মীর পরিস্থিতি আলোচনার জন্যেই ২৪শে জুন বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, সেখানে ডাক পেয়েছেন উপত্যাকার নেতারাও।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী মেহেবুবা মুফতি শনিবার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে বিবেচনা করছি। এর আগে ফেব্রুয়ারি মাসে লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, যখন কাশ্মীরকে বিভক্ত করা হয়েছিল তখন কোথাও লেখা ছিল না যে ভূস্বর্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে না। সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে। এরপরই জল্পনা শুরু হয়।

এদিকে আবার চলতি মাসেই কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে জানায়, আগামী দিনে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন তারা। এই ঘটনায় বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তোলে।

২০১৮ সালর জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। পরের বছর
২০১৯ সালের আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা লোপ করা হয়।

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। যদিও দিল্লি এবং পদুচেরীর মতো কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভায় রাখার কথা বলা হয়েছে আইনে। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ কে আটক করা হয়েছিল।
পরে তাদের ছাড়া হলে ফারুক আব্দুল্লাহ বিরোধীদের নিয়ে গুপকর জোটড তৈরি করেন। গত ডিসেম্বরে স্থানীয় স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে জয়লাভ করেন তারা। কিন্তু ৭৪টি আসন নিয়ে একক বৃহত্তম পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি।
আগামী নভেম্বর মাসে উপত্যাকায় বিধানসভা ভোট হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে এখনো পর্যন্ত নয়টি দল আমন্ত্রণ পেয়েছে বলে খবর। তবে মোট ১৬ টি দলের নেতারা এই সর্বদলীয় বৈঠকের জন্য আমন্ত্রণ পেতে পারেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *