সনাতন ধর্মের প্রচারে গীতা বিতরণ বীরভূমের বিজেপি নেতার

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৮ মে: সনাতন ধর্মের প্রচারে রাজ্যজুড়ে ধর্মগ্রন্থ গীতা বিতরণ শুরু করলেন বিজেপির শাখা সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের বীরভূম জেলা সভাপতি তরুণ কুমার প্রামানিক। এক বছরে এক হাজার গীতা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তরুণবাবু।

বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা তরুণ কুমার প্রামানিক। পেশায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও নেশা হিন্দু ধর্ম প্রচার। দীর্ঘদিন বিশ্বহিন্দু পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে ছিলেন। সেখানে থাকাকালীন বিভিন্ন ধর্মসভায় যোগদান করেছেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে গীতা বিতরণের সিদ্ধান্ত নেন। বৈশাখ মাস থেকে গীতা বিতরণ শুরু করেছেন।

তরুণবাবু বলেন, “সনাতন হিন্দুধর্মে গীতা বলে যে একটি ধর্মগ্রন্থ রয়েছে সেটা অনেকে জানেন না। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে প্রতিটি ছত্রে মানুষ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সনাতন ধর্ম হিংসাকে সমর্থন করে না। মানুষ হয়ে মানুষের পাশে থাকার উপদেশ দেয়। সেই বার্তা ছড়িয়ে দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো বাড়িতে গিয়ে কখনো মন্দিরে গিয়ে গ্রামবাসীদের গীতা বিতরণ করছি। আমার লক্ষ্য মানুষে মানুষে হানানহানি বন্ধ হোক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *