যেকোন খবরের জন্য আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম : amaderbharatnews@gmail.com    ফ্রিতে ৫০ লাখ স্মার্টফোন আর জিও সিম।    ফেসবুকে মুখ্যমন্ত্রীর অশালীন ছবি প্রচার,  গ্রেফতার শালবনীর যুবক।    “তৃণমূল বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে চাইছে বলেই এত গণ্ডগোল”, বললেন দিলীপ ঘোষ।    আমডাঙা কাণ্ডে রাজস্থান থেকে গ্রেফতার সিপিএম নেতা জাকির।    এবার ভেঙে খসে পড়তে শুরু করল জ্বলন্ত বাগরি মার্কেট।    বীরভূমে আদিবাসী ছাত্রীর ধর্ষণের ঘটনায় ধর্ষকের দ্রুত বিচার চাইলেন লকেট।    তিন সপ্তাহের মধ্যে এসএসসির সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের।    সারদা মামলায় বিধাননগরের প্রাক্তন গোয়েন্দা কর্তা অর্ণব ঘোষকে তলব সিবিআইয়ের।    বাগরি মার্কেটের সিঁড়ি, বাথরুমও ব্যবসায় লিজ, জার্মানি থেকেও ক্ষোভ মুখ্যমন্ত্রীর।    বালুরঘাটে কাজের দিনেও সরকারি অফিসে মদ-মাংসের আসর, আতঙ্কিত দপ্তরের এক মহিলা কর্মী।    হিলিতে ভোগের খিচুড়ির ভাগাভাগি নিয়ে সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মার এনভিএফের।    কুলতলিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্রহৃত চিকিৎসক।    আজ আপনার কেমন যাবে জেনে নিন।    দেড়বছর পর জামিন পেলেন উদ্বাস্তু আন্দোলনের নেতা সুবোধ বিশ্বাস।    ডিভোর্স না দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টা চিকিৎসক স্বামীর, গ্রেফতার অভিযুক্ত।    গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে ফের পোস্টার, সিঁদুরে মেঘ দেখছে পাহাড়বাসী।    দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচি বিজেপির।    হোয়াটসঅ্যাপে খুব গুরুত্বপূর্ণ তিনটি পরিবর্তন হতে চলেছে।    এবার ভাঁজ করে রাখতে পারবেন আপনার স্মার্টফোন।
BREAKING NEWS:
  • নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি
  • বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বলে
  • আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।
{"effect":"slide-h","fontstyle":"normal","autoplay":"true","timer":4000}


স্মার্টফোনে ট্র‍্যাক করছে না তো কেউ আপনাকে, ডায়াল করুন এই নাম্বারে

আমাদের ভারত ডেস্ক, ১২ সেপ্টেম্বর: আপনার অজান্তেই কি আপনার মেসেজ ,ভয়েস কল বা ফোনের অন‍্যিন‍্য ডেটা অন‍্য কারোর কাছে ফর ওয়ার্ড হয়ে যাচ্ছে? তাহলে এই নম্বরে ডায়াল করলেই আসবে একটি কোড। মোবাইল ডেটা অন‍্য কোন নাম্বারে ট্রান্সফার হয়ে যাচ্ছে কিনা জানতে পারবেন।

আপনার ফোন সুইচ অফ,অথচ পরিচিত কেউ ফোন করলে রিং হয়ে যাচ্ছে এবং অন‍্য একটি নম্বরে চলে যাচ্ছে। এই নম্বরে ডায়াল করলেই জানতে পারবেন কোন নম্বরে আপনার ফোন বা মেসেজ ফরওয়ার্ড হয়ে যাচ্ছে।

প্রত‍্যেকটা ফোনের আলাদা আলাদা আইএমইআই কোড থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই নম্বরে ডায়াল করলেই আপনার আইএমইআই কোড জানতে পারবেন। ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আইএমইআই কোড ট্রেস করে খুব সহজেই ফোনের লোকেশন জানা সম্ভব।

এই জেমস বন্ড কোডগুলো হল, আইফোনের জন্য *3001#12345# *। আর অ‍্যান্ড্রয়েডের ক্ষেত্রে *# *# 4636# *# * অথবা * # * # 197328640# * # *।

একেবারে নামের মতোই কাজ এই কোড গুলোর। মোবাইলের মাধ্যমে আপনার লোকেশন কেউ ট্রেস করেছে কিনা সেটা জানতে এই কোড ব‍্যবহার করে দেখতে পারেন।

##০০২# এই কোড ডায়াল করলেই ফোন থেকে অন্য নাম্বারে সমস্ত রিডিরেকশন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনার মেসেজ ভয়েস কল অন‍্য কোন নাম্বারে ট্রান্সফার হয়ে যাচ্ছিল এই কোড ডায়াল করা মাত্রই তার বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of