কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক তৃণমূল নেতৃত্বের

আমাদের ভারত, হাওড়া,৯নভেম্বর :
আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই করার ডাক দিল তৃণমূল নেতৃত্ব। সোমবার বিকেলে বাউড়িয়া ফোট গ্লস্টারে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত এক প্রতিবাদ সভায় এই বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া লোকসভার সাংসদ সাজদা আহমেদ, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনুকুমার সেন, উলুবেড়িয়ায পৌরসভার মুখ্য প্রশাসক শ্রী অভয় দাস, অন্যতম প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন।

বিধায়ক পুলক রায় তাঁর ভাষণে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পুনরায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। এদিন তিনি কর্মীদের মমতা ব্যানার্জির আদর্শ মেনে চলার পরামর্শ দেন। বিধায়ক পুলক রায় আরও বলেন, বিজেপি শুধু ধর্মের লড়াই শেখাতে জানে, উন্নয়ন তারা করেনি । তাই আমাদের বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে।
 বিধায়ক ইদ্রিশ আলি বলেন, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিকল্প নেই । যুবশ্রী, রুপশ্রী, কন্যাশ্রী, পথশ্রী ইত্যাদি প্রায় আশিটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার সুবিধা পেয়েছে ।পশ্চিমবঙ্গের মানুষের মনে তাঁর প্রতি শ্রদ্ধা অপরিসীম। তিনি আরো বলেন, বাউড়িয়ার সভাস্থলের কাছে বিজেপির নেতা সাংসদ অর্জুন সিং উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা, মিথ্যে অসত্য কথা বলে নিজেকে বিভীষণের পরিচয় দিয়ে গেছে । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে কোনও লাগাম নাই, যা খুশি তাই বলে যাচ্ছেন ।ওদের দলের আর এক নেতা সায়ন্তন বসু, পাগল ছাগলের মতো ভাষা ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন ইদ্রিস আলি। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ঘূনা করে। বিধানসভা নির্বাচনে বিজেপি সহ কংগ্রেস, সিপিএম ধুয়ে মুছে যাবে।
এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংসদ সাজদা আহমেদ, অভয় দাস, আব্বাস উদ্দিন খান, বাদশা মিদ্দে, সেখ সেলিম, ইনামুর রহমান,শুক্লা ঘোষ,  রঞ্জন ঘোষ , সুরজিত দাস, অসিরন্জন , হাসিবুর রহমান প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *