আমাদের ভারত ডেস্ক ১২ই জানুয়ারি: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বক্সারের নন্দনে একটি সরকারি কর্মসূচিতে যাওয়ার পথে তার কনভয় লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান নীতীশ কুমার। তবে ঘটনায় তার নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েক জন জখম হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। একই সঙ্গে এই হামলার পিছনে জঙ্গিদের হাতে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান।
Leave a Reply
Be the First to Comment!