সপ্তাহান্তে ‘নান্দনিক বাহার’ প্রদর্শনীতে সংযুক্তা ও আকাশের শিল্পকর্ম

আমাদের ভারত, কলকাতা, ১৫ ডিসেম্বর: কলকাতায় ‘জোড়বাংলা’ গ্যালারিতে ১৬ এবং ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে একটি যৌথ প্রদর্শনী। সংযুক্তা পাল ও আকাশ সাহার। ‘নান্দনিক বাহার’ প্রদর্শনীতে থাকছে বিভিন্ন রকম কারুশিল্প; যেমন মাটির সরা, টব, কাঠের কোস্টার, পেপার ওয়েট, শার্ট, শাড়ি ইত্যাদি নানা সামগ্রী। অলঙ্করণ হিসেবে আলপনা ও বাটিক, বাঁধনীর ব্যবহার করা হয়েছে। তেমনি কাগজের উপর কালি, কলমের রেখার আঁকিবুকিও থাকবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডঃ গৌতম বন্দ্যোপাধ্যায়। অতিথি থাকবেন লেখক সাংবাদিক নরেশ মন্ডল, ‘জোড়বাংলা’-র কর্ণধার রোহিনী ধর্মপাল প্রমুখ।

সংযুক্তার আলপনা শিক্ষা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক শিল্পী সুধীররঞ্জন মুখোপাধ্যায়ের কাছে এবং আকাশ সাহা বিশ্বভারতীর শ্রীনিকেতনে বাটিক শিল্পে প্রশিক্ষণ প্রাপ্ত। শিল্পীদ্বয়কে উৎসাহিত করতে ও তাঁদের শৈল্পিক জীবনে শ্রীবৃদ্ধি ঘটাতে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে এই প্রদর্শনীতে। সময় দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *