আমাদের ভারত, সোনারপুর, ৪ মার্চ: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পরীক্ষার্থী। মৃতের নাম সেখ নাজিমুল(১৮)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত জগন্নাথপুর দক্ষিণ পাড়ায়। বুধবার সকালে নাজিমুলের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
বরাবরই লেখাপড়ায় ভালো ও শান্ত স্বভাবের নাজিমুলকে পাড়ার সকলেই খুব পছন্দ করতো। পড়াশুনার পাশাপাশি অভিনয়েও তার সখ ছিল। ইতিমধ্যেই দু একটি টিভি সিরিয়ালে অভিনয়ও করেছে সে। বছর আটেক আগে ছেলের পড়াশুনার জন্য হুগলি জেলা থেকে এসে সোনারপুরে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন নাজিমুলের বাবা সেখ মতিয়ার রহমান। সোনার দোকানে কাজের সুবাদে সপ্তাহে শুধুমাত্র শুক্রবার করেই বাড়ি ফিরতেন তিনি। তাই মা ও ছেলেই বাড়িতে থাকতো। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল নাজিমুল। মঙ্গলবার রাত বারোটা নাগাদ মায়ের সঙ্গে একসাথে ভাত খেয়ে ঘুমোতে গিয়েছিল ওই যুবক। কিন্তু সকালে ঘুম ভেঙে মা দেখে ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তার চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এসে নাজিমুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঠিক কি কারণে এই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply