মতুয়া ঠাকুর বাড়ি নিয়ে অপপ্রচার করছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ মমতাবালা ঠাকুরের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ মার্চ: তৃণমূল প্রার্থী কী মতুয়া ভোটের আসা করেছেন না? মতুয়া ভোট কী বিজেপির ঝুলিতেই যাচ্ছে? অন্তত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে খোদ তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালার অভিযোগ শুনে তেমনই মনে হওয়া স্বাভাবিক। মমতাবালা ঠাকুরের অভিযোগ, তৃণমূল প্রার্থী নরত্তম বিশ্বাস প্রচারে বেড়িয়ে মতুয়া ঠাকুর বাড়ি নিয়ে অপপ্রচার করেছে।

উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নরত্তম বিশ্বাস। সোমবার দুপুরে ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর অভিযোগ, তৃণমূল প্রার্থী নরত্তম বিশ্বাস মতুয়াদের বিরুদ্ধে অপপ্রচার করছেন। প্রচারে বেরিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বিরুদ্ধে কেচ্ছা রটাচ্ছে। এমনকী মতুয়াদের ঠাকুরবাড়ি আসতে বারণ করছেন। ফোন করে দূরদূরান্তের ভক্তদের বোঝাচ্ছেন মতুয়া বাড়িতে এখন রাজনীতি ছাড়া কিছু নেই। তিনি নাকি বলেছেন শান্তনু ঠাকুরের সঙ্গে তলায় তলায় আঁতাত আছে আমার। ইতি মধ্যেই মতুয়া ভক্তরা ফোন করে সে কথা জানিয়েছেন মমতাবালাকে। তিনি বলেন, ঠাকুরবাড়ির বিরুদ্ধে কথা 
বললে মতুয়া ভক্তরা কিন্তু মেনে নেবে না।মানুষের সমর্থন হারাতে হবে বলে জানালেন বনগাঁ তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মতুয়া বাড়ির
সদস্য মমতাবালা ঠাকুর।

রবিবার এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের প্রতি অসন্তোষপ্রকাশ করেন তৃণমূলের 
প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি
বলেছিলেন, তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্যে মাত্র৫টি আসনে মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রার্থী 
করার জন্য দাবি 
জানিয়েছিলেন। কিন্তু দল তাঁর কথা রাখেনি।মতুয়াদের ভাঁওতা দিচ্ছেন, তা প্রমাণিত।’ এবার তিনি সরাসরি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কামান দাগলেন। নরোত্তম বিশ্বাস মতুয়া না 
বলেও দাবি তোলেন মমতাবালা।
অভিযোগ অস্বীকার করে নরত্তম বিশ্বাস বলেন, আমি ঠাকুরবাড়ির বিরুদ্ধে ছিলাম না।কোথাও প্রচারে গিয়ে ঠাকুরবাড়ির বিরুদ্ধে কথা বলছি
না। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন।

বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, প্রার্থী নিয়ে এর আগেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বেধেছিল। মতুয়ারা আমাদের সঙ্গেই আছে। গাইঘাটায় যে তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি ব্যাঙ্গালুরু থেকে ২০ কেজি সোনা চুরি করে চলে এসেছে এমন অভিযোগ আছে। ব্যাঙ্গালুর ও মুম্বাইতে তৃণমূলের কর্মীরাই একথা প্রাকাশ্যে বলেছেন। ঘরের লোকজন এমন কথা বলছে জখন ঘটনাটি সত্যি। আর মমতাবালা যেখানে বলছেন তৃণমূল প্রার্থী মতুয়া না সেখানে আমার বলার অপেক্ষা রাখে না। মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে।   
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *