কিট থাকা সত্বেও করোনা টেষ্ট হচ্ছে না রাজ্যে, অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের

আমাদের ভারত, হুগলী, ১৬ এপ্রিল: কিট থাকা সত্বেও করোনার টেষ্ট হচ্ছে না রাজ্যে, অভিযোগ হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। সব সময় সত্যি ঘটনা চেপে যাওয়ার এই রেশ যদি চলতে থাকে তাহলে খারাপ হবে এই রাজ্যের মানুষের। বৃহস্পতিবার চন্দননগরের বন্ধ গোন্দলপাড়া জুটমিল এলাকায় ত্রাণ পৌছে দিতে এসে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। তাঁর অভিযোগ, অন্য রাজ্য করোনার পরীক্ষা অনেক বেশি করছে ফলে সেই রাজ্যগুলিতে রোগীদের চিহ্নিত করা অনেক সহজ হচ্ছে। সেদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধুই প্রমোশনে ব্যস্ত। রাজ্যের অনেক যায়গাতেই বাজার এলাকায় লকডাউন ঠিকমত পালন হচ্ছে না। অথচ তা দেখার জন্য প্রশাসন নেই।

অন্যদিকে অপর নেতা সায়ন্তন বসুর, অভিযোগ বেছে বেছে বিজেপির কর্মী থেকে সাংসদদের আটকে রেখে ত্রাণ বিলিতে বাধা দিচ্ছে রাজ্য সরকার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুও। এমনিতেই দীর্ঘদিন ধরে বন্ধ এই জুটমিলের শ্রমিকরা আরোও সমস্যায় পড়েছেন লকডাউনের ফলে। তাই তাদের খাবার সহ অন্যান্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য বিজেপির এই কর্মসূচি অন্যান্য শ্রমিক মহল্লায়ও চলবে আগামীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *