ত্রাণ বিলি করলেন ছত্রধর মাহাত 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ এপ্রিল: লকডাউনে প্রথমবার লালগড়ের বাইরে ত্রাণ বিলি করলেন ছত্রধর মাহাতো। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, শুক্রবার প্রশাসনের অনুমতি নিয়ে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত এলাকার  আঁধারিশোল গ্রামে একশোটি পরিবারকে ত্রাণ দিলেন একদা জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো।
স্থানীয় একটি আশ্রমের উদ্যোগে ওই গ্রামে ত্রাণ বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল। আশ্রম কর্তৃপক্ষ  ত্রাণ বিলি করার জন্য আমন্ত্রণ জানায় ছত্রধর মাহাতোকে। সেই ডাকে সাড়া দিয়ে আইনজীবী কৌশিক সিনহাকে সঙ্গে নিয়ে তিনি আঁধারিশোল গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেন। ছত্রধর মাহাতো ত্রাণের সঙ্গে গ্রামবাসীদের একটি করে স্যানেটাইজার ও সাবান দেন। সেই সঙ্গে গ্রামবাসীদের বাড়িতে থাকার এবং কোনো অসুবিধা হলে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *