ঘাটালে করোনা আক্রান্তের জেরে পিপলস কো–অপারেটিভ ব্যাঙ্ক স্যানিটাইজ করা হল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ এপ্রিল: ঘাটাল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পিপলস কো–অপারেটিভ ব্যাঙ্ক স্যানিটাইজ করা হল। ব্যাঙ্কের চেয়ারম্যান জানান, ২৭ মে থেকে ২ মে পর্যন্ত ঘাটালে পিপলস কো–অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ। কারণ হিসেবে জানা গেছে পার্শ্ববর্তী এলাকা ১৩নং ওয়ার্ডের যুবক গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই সময় গ্রাহকদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ব্যাংক বন্ধের জন্য। কিন্তু অসুবিধা সত্ত্বেও মানুষের ভালোর জন্যই এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন ব্যাঙ্কের চেয়ারম্যান রবীন্দ্রনাথ পাল।

পুরো ব্যাঙ্কের ব্লিডিংকে স্যানিটাইস করে আগামী সোমবার ৪ঠা মে থেকে পুনরায় ব্যাঙ্ক চালু হওয়ার কথা। সেইমতো অাজ বৃহস্পতিবার সকালে দমকলের কর্মীরা ব্যাঙ্ক ব্লিডিং স্যানিটাইজ করল এবং ব্যাঙ্কের সামনে রাস্তা ও দোকানগুলিকেও স্যানিটাইজ করল দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *