ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আমফানের দাপট শুরু

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মে: মঙ্গলবার রাত থেকে হালকা বৃষ্টি শুরু হওয়ার পর বুধবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে মৃদু ঝড়ো হাওয়া বইতে শুরু করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়l দুপুরের পর ঝড়ের গতিবেগ বাড়তে থাকেl ফুপুরের পর থেকে ঝড়ের দাপটে মেদিনীপুর এবং জাড়গ্রাম জেলার শালবনি, গোয়ালতোড়, ঘাটাল, খড়গপুর, দাঁতন, কেশিয়াড়ি এবং ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বেলপাহাড়ি এলাকায় বেশ কিছু গাছ ভেঙ্গে পড়েl

বেলা এগারোটার পর মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে যায়l  সকাল থেকে খোলেনি দোকান বাজারl রাস্তাঘাটে কোনো যানবাহন দেখা যায়নিl ঝড় বৃষ্টির ফলে মাটির কাঁচা বাড়িগুলির ক্ষতির আশঙ্কায় বিভিন্ন এলাকায়  প্রশাসন  ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ত্রিপল এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছেl সেই সঙ্গে সমস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে মাইকে প্রচার করা হয়েছেl বুধবার দুপুরের পর ঝড়ো হাওয়ার দাপট ক্রমশ বেড়ে চলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *