ঝালদায় রেশনের চাল পাচার আটকাল গ্রামবাসী, আটক ৩

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ এপ্রিল: রেশনের চাল পাচার হওয়ার সময় হাতে নাতে একজনকে ধরলেন গ্রামবাসী। বমাল অভিযুক্তকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। পুলিশ আটক করেছে পাচারকারী রেশন ডিলারের দাদা সহ দু’জনকে। সরকারি চাল পাচারের অভিযোগ লিখিত ভাবে পুলিশকে জানিয়েছেন খোদ খাদ্য পরিদর্শক। ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের    পুস্তি অঞ্চলের  গড় হেঁসলা গ্রামে।

স্থানীয় রেশন ডিলার জয়ন্ত ঘোষের বিরুদ্ধে রেশন সামগ্রী পাচারের অভিযোগ ছিল। আজ জগবন্ধু কুইরী নামে এক ব্যক্তি ১ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। তা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার জয়ন্ত ঘোষের কাছ থেকে চাল নিয়ে যাচ্ছিল জগবন্ধু নামে ওই ব্যক্তি। বুঝতে পেরে পথ আটকায় গ্রামের মানুষ। খবর পেয়ে ছুটে আসে ঝালদা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে দোকানে থাকা ডিলারের দাদা সন্তোষ কুমার ঘোষ ও জগবন্ধুকে আটক করে পুলিশ। 

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ডিলার রেশন সামগ্রী বেশি দামে অন্যত্র বিক্রি করেন।  বহু বেনামি গ্রাহকের নামে রেশন সামগ্রী তোলেন ওই ডিলার।  বহু মানুষের রেশন কার্ড ডিলার নিজের কাছে রেখে দিয়েছেন। রাতের অন্ধকরে ট্রাকে রেশনের চাল, আটা 
পাচার করেন। বহুবার বলার পরেও কোনও পরিবর্তন ঘটেনি। 

ঝালদা ১ নম্বর ব্লকের খাদ্য পরিদর্শক সুদীপ জানা বলেন, ডিলারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা দপ্তরকেও জানিয়েছি। নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *