শংসাপত্র নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি থাকতে পারবে না, বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা কমিশনের

রাজেন রায়, কলকাতা, ২৭ এপ্রিল: করোনা মহামারীর বাড়বাড়ন্তের পরেও ঠিকমতো কোভিড বিধি না মেনে নির্বাচন করানোয় নির্বাচন কমিশনকে ভৎর্সনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট। তারও আগে ভৎর্সনা করেছিল কলকাতা হাইকোর্ট। শেষ পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে নড়েচড়ে বসল কমিশন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার একাধিক বিশেষ বিশেষ পদক্ষেপ কমিশনের।

গণনাকেন্দ্রের মধ্যে সাধারণত রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীর সঙ্গে একেবারে দল বেধে হাজির হন দলীয় লোকজন। সেটা এবার আর হওয়ার নয়। মূলত ভিড় এড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশনের নয়া নির্দেশে শংসাপত্র নেওয়ার সময় প্রার্থী বা প্রার্থী অনুমোদিত ব্যক্তির সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না। পাশাপাশি বিজয় মিছিল বা সভা সমাবেশও করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। মূলত করোনা সংক্রমণ রুখতেই এই বিশেষ নির্দেশ কমিশনের।

বাংলায় একের পর এক প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায়। এবার মৃত্যু হল মালদার বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীরও। তবে তার জন্য ওই আসনে নির্বাচন রদ হবে না বলে জানিয়েছে কমিশন। কারণ নির্দল প্রার্থী সবসময় ব্যক্তিগতভাবে লড়াই করেন। আর তিনি রাজনৈতিক দলের কোনও ব্যক্তি না হওয়ায় নির্বাচন বন্ধ করার কোনও নির্দেশ নেই জনপ্রতিনিধিত্ব আইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *