সংবিধানকে হত্যা করে কৃষিবিল পাস করিয়েছে কেন্দ্র, বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ সেপ্টেম্বর:
কৃষিক্ষেত্রে হস্তক্ষেপ করে দেশের সংবিধানকে ধ্বংস করতে চাইছে বিজেপি। কৃষিবিল পাস করা নিয়ে এই ভাষাতেই মোদী সরকারের সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার কলকাতায় তৃণমূলের রাজ্য সদরদপ্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গায়ের জোরে কৃষি বিল পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, কৃষি বিল নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কৃষি বিল নিয়ে এরাজ্যে বাম-কংগ্রেস নেতারাও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস কৃষিবিল ইস্যু মানুষের কাছে যাবার সিদ্ধান্ত নিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষি বিল জোর করে পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা মানুষের কাছে এই কথা তুলে ধরবো। গায়ের জোরে কৃষি বিল পাস করিয়ে সংবিধানকে অবমাননা করেছে কেন্দ্র। কৃষি রাজ্যের বিষয়। এখন কেন্দ্রীয় সরকার সবকিছুতেই হস্তক্ষেপ করতে চাইছে। আসলে কেন্দ্রীয় সরকার পুরো সংবিধানকেই ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে কখনোই ধ্বংস করতে দেবে না। তাই আমরা কৃষি বিল নিয়ে মানুষের কাছে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *