
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ জানুয়ারি:
জাল ভোটার আইডি কার্ড সহ ভারতীয় নথি তৈরি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গা থানার মছলন্দপুরের চাঁদপুর নেতাজিপল্লি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ভোটার আইডি কার্ড, স্ক্যানার, কম্পিউটার সহ একাধিক সামগ্রী। ধৃতের নাম শুভ বিশ্বাস। অভিযোগ, বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে ভোটার আইডি কার্ড তৈরি করত শুভ বিশ্বাস। অভিযুক্তকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জাল ভোটার কার্ড তৈরীর কাজ করত অভিযুক্ত শুভ বিশ্বাস। স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে শুভ বিশ্বাসকে। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক জাল ভোটার আইডি কার্ড। ও আই কার্ড তৈরীর একাধিক মেশিন। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মছলন্দপুর থানার একটি তদন্তকারী দল অভিযুক্তর বাড়ি হানা দিয়ে শুভকে গ্রেফতার করে।
স্থানীয় বাসিন্দা অরুপ রায় বলেন, এক একটি আইডি কার্ড ২০০০ টাকায় বিক্রি করত, এছাড়া বাংলাদেশে পাচার করা হয় এই জাল আইডি কার্ড।