অ্যাম্বুলান্স ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, ইসলামপুরে মৃত ১

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ জানুয়ারি:
অ্যাম্বুলান্স ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল অ্যাম্বুলান্সের চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম জগ্দর ঠাকুর ৫০। বাড়ি ইসলামপুরের সুভাষ নগর এলাকায়।

জানাগেছে, ইসলামপুর হাসপাতাল থেকে রোগী ছেড়ে ফেরার পথে রামগঞ্জ ৩১ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই অ্যাম্বুলান্সের চালক। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here