হাবড়ায় বাসের ধাক্কায় মৃত্যু ১, আহত ৩

সুশান্ত ঘোষ, হাবড়া, ১৩ ডিসেম্বর: উত্তর ২৪ পরগণার হাবড়া শহরে ফের পথ দুর্ঘটনায় বাসের  ধাক্কায় মৃত্যু 
হল এক ভ্যান চালকের। আহত তিন যাত্রী। রবিবার  সাত সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া
থানার বাইপাস সংলগ্ন জিরাট রোডে। 

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নিতাই চক্রবর্তী।কুমড়া পঞ্চায়েতের পাঁচঘরিয়া এলাকার বাসিন্দা।আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।পুলিশ চালক সহ ঘাতক বাসটি আটক করে। আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ যাত্রী বোঝাই ভ্যানটি হাবড়া।বাজারের দিকে আসছিল। সেই সময় বারাসত-নহাটা  রুটের একটি বাস দ্রুতগতি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের 
সামনে ধাক্কা মারে। ভ্যান চালক বাসের পেছনের চাকার  নিচে পড়ে যায়। বাসটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়।ভ্যানের যাত্রীরা রাস্তার উপর ছিটেকে পড়ে যায়।ঘটনা স্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। পুলিশ দেহ  উদ্ধার  করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।    

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here