সোশ্যাল মিডিয়ার সুফল! ট্রেনে ফেলে আসা টাকা সমেত ব্যাগ ফেরত পেলেন এক ব্যক্তি

আমাদের ভারত, হুগলী, ৫ জানুয়ারি: সোশ্যাল মিডিয়ার সাহায্যে ট্রেনে ফেলে আসা টাকা সমেত ব্যাগ ফেরত পেলেন এক ব্যক্তি। ফেরত পেয়ে খুশি পান্ডুয়ার রুক্মীনি গ্রামের বাসিন্দা বাপ্পা ঘোষ। বাপ্পা ঘোষ জানান, গত শুক্রবার সন্ধ্যায় ট্রেনে করে পান্ডুয়ায় বাড়ি ফেরার সময় দরকারি কাগজপত্র সহ একটি ব্যাগ ট্রেনে পড়ে যায়। যার মধ্যে কয়েক হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, চিকিৎসকের প্রেসক্রিপশন ও অন্যান্য কাগজপত্র ছিল।
রেলের কাছে এ বিষয়ে অভিযোগ পর্যন্ত করেন বাপ্পা ঘোষ।

এই ট্রেনে চেপেই পান্ডুয়ার আর এক যুবক বিজন দেশমুখ বর্ধমান যাওয়ার সময় ওই ব্যাগটি ট্রেনে কুড়িয়ে পায়। ব্যাগে থাকা কাগজপত্র ছবি ফেসবুকে পোস্ট করেন বিজন দেশমুখ। সেই ছবি দেখতে পায় বাপ্পার এক সাংবাদিক বন্ধু। সেই প্রথমে সোশাল মিডিয়ায় ছবি গুলো দেখে বাপ্পাকে খবর দেয়। দুজনের সাথে যোগাযোগও করে দেয় সেই বন্ধু। ব্যাগ ফিরে পেয়ে খুব আনন্দিত বাপ্পা ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here