কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার ইসলামপুরে, উদ্ধার একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ জানুয়ারি:
এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। সোমবার রাতে ইসলামপুরের দলেঞ্চা ব্রিজ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবুজার মহম্মদ। বাড়ি কাঠালবাড়ি এলাকায়। ধৃতরা ছিনতাই করার উদ্দেশ্যে একটি সাদা জিয়ালো গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সেখান গেলে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে তারা। সেই সময় পুলিশ তাদের তাড়া করে একজনকে আটক করে। ধৃতকে তল্লাশি করে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আজ ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here