
আমাদের ভারত, হাওড়া, ১৩ মার্চ: শপিং মলের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। নামে ম্যাসাজ পার্লার কিন্তু সেই ম্যাসাজ পার্লারে জমিয়ে চলত এই চক্র। গতকাল রাতে হাওড়ার দুটি জায়গায় হানা দিয়ে দশজন পুরুষ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দাদের কাছে খবর ছিল হাওড়ার দুই অভিজাত শপিং মলে ম্যাসাজ পার্লারের আড়ালে মধূচক্র চলছে। ম্যাসাজ(স্পা) পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসা। সেখানে অভিজাত ঘরের ছেলেদের নিয়মিত যাতায়াত রয়েছে। গতকাল রাতে একযোগে দুটি মলে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এর একটি শিবপুর অন্যটি বেলুড়ে। ওই দুই শপিং মল থেকে ১০ জন পুরুষ ও মহিলাকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা এবং চারজন পুরুষ। তাদের আজ আদালতে তোলা হয়।