ফল ঘোষণার ১০ দিন পর পুরুলিয়ায় স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র পেলেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা

সাথী দাস, পুরুলিয়া, ২০ জুন: স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। আজ জেলার বিতরণ কেন্দ্র থেকে তা স্কুলে নিয়ে যান শিক্ষকরা। জেলার ২৬০ টি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতিনিধিরা বিতরণ কেন্দ্র রাজস্থান বিদ্যাপীঠে আসেন। সেখান থেকে পর্ষদের সিল করা প্যাকেট তাঁদের হাতে তুলে দেওয়া হয়। তালিকা অনুযায়ী মার্কশিট ও শংসাপত্র মিলিয়ে নেন তাঁরা, তার পরই স্কুলমুখী হন। ১০ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করে পর্ষদ। সেদিনই পর্ষদ মার্কশিট বিতরণের তারিখ জানিয়ে দিয়েছিল।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে রেকর্ড গড়ল রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়া। এতদিন পর্যন্ত পাশের নিরিখে রাজ্য তালিকায় নিচের দিকেই থাকতো পুরুলিয়া। এবার সেই তকমা ঘুঁচে গেল। ২০২২ সালের উচ্চমাধ্যমিক ফলাফলে পুরুলিয়া জেলার পাশের হার ৯৩.২৭%, যা রাজ্যের মধ্যে চতুর্থ। পূর্ব মেদিনীপুর(৯৮.৪১%), পশ্চিম মেদিনীপুর (৯৬.৩৯%) এবং ঝাড়্গ্রামের(৯৩.৭৩%) পরই রয়েছে। সার্বিকভাবে জেলার স্থানকে দুই কৃতী উঁচুতে নিয়ে যেতে সাহায্য করেছেন। রাজ্যের প্রথম দশে থাকা পুরুলিয়ার অর্পিতা পাল এবং রিয়াঙ্কা মাহাতো। পলাশকলা গোপালপুর হাই স্কুলের ছাত্রী অর্পিতার রাজ্যে অষ্টম তথা জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২%)। ন’পাড়া হাই স্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাত রাজ্যে দশম তথা জেলার দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮%)।

পুরুলিয়া জেলায় মোট নথিভুক্ত পরীক্ষার্থী ছিল ২৮৪৪৮ জন। তারমধ্যে পরীক্ষায় বসেছিলেন ২৭৬১৯ জন। পাশ করেছেন ২৫৭৫৯ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ১৩২১৭ জন এবং ছাত্রীর সংখ্যা ১২৫৪২ জন। মোট পাশের হার – ৯৩.২৭ শতাংশ। ছাত্রদের মধ্যে পাশের হার ৯৫.২৪% এবং ছাত্রীদের মধ্যে পাশের হার ৯১.২৬%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *