
আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ জানুয়ারি :
মসজিদের চাবি নিয়ে গোলমালের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে ২ পক্ষের ১০ জন গুরুতর ভাবে জখম। ঘটনাটি ঘটছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া এলাকার গোয়াবাড়িতে। আহতদের প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশি টহলের ব্যবস্থা করেছে চোপড়া থানার পুলিশ।
রবিবার সকালে মসজিদের চাবির দখলদারি নিয়ে গোয়াবাড়ির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। আহতদের মধ্যে ২০ থেকে ৬০ বছরের পুরুষরা আছে। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই সংঘর্ষের কারন পুরানো গোষ্ঠী বিবাদ৷