শালবনিতে বিজেপি ছেড়ে ১০০ জন কর্মীর তৃণমূলে যোগদান

আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের সাতপাটি বুথ তৃণমূল কংগ্রেস কমিটির সভায় এসে রবিবার বিজেপি ছেড়ে ১০০ জনের বেশি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তৃণমূলে যোগদানকারীরা সাতপাটি অঞ্চলের সাতপাটি, রাধাকান্তপুর, মশালডাঙ্গা গ্রামের বিজেপি কর্মী ছিলেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। যোগদানকারী সদস্যরা শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ ও অঞ্চল সভাপতি বুলবুল হাজরা যোগদানকারীদের হাতে শাসক দলের দলের পতাকা তুলে দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here