নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: কলকাতায় তৃণমূলের সংগঠনে থাবা বসালো বিজেপি। শনিবার বেহালা পূর্ব বিধানসভার মধ্যে কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ড ও ১৪৪ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কলকাতা দক্ষিণ শহরতলির জেলার সভাপতি সোমনাথ বন্দোপাধ্যায়। এরপর এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দু’হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবেন। যার মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকবে বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, লকডাউনের মধ্যে বহু তৃণমূল কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা একটু অপেক্ষা করছিলাম। এরপরেই রাজ্যের শাসক দলকে একপ্রকার হুমকি দিয়ে সোমনাথ ব্যানার্জি বলেন, দক্ষিণ কলকাতার বহু এলাকা থেকে আমরা ধাপেধাপে তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান করাবো। শুধু তৃণমূল নয়, বামেদের অনেক কর্মীও বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানালেন সোমনাথ ব্যানার্জি।