আমার ভারত, মুর্শিদাবাদ, ৭ জুলাই: ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে প্রচার করছে তৃণমূল যুব কংগ্রেস। এবার বিরোধী শিবিরে বড় ভাঙন ধারাল তৃণমূল যুব কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগ দিল প্রায় ১০০ জন নেতা কর্মী ও সমর্থক। মঙ্গলবার বড়ঞা ব্লক এলাকার চৈৎপুরে তৃণমূল কংগ্রেসের যোগদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বড়ঞা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম।
বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমফান
ঘূর্ণিঝড় ও কোভিড ১৯ মোকাবিলাতে রাজ্য জুড়ে যে কাজ করেছেন সেই কাজে অনুপ্রাণিত হয়ে মঙ্গলবার কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।এই যোগদান ফলে বড়ঞা ব্লকে তৃণমূল যুব কংগ্রেস আরও শক্তিশালী হল।