২৪ ঘণ্টায় ১১৭ জন করোনা পজিটিভ রাজ্যে, মৃত আরও ৯, সুস্থ ৮৯ জন: বুলেটিন

রাজেন রায়, কলকাতা, ১৩ মে: গত কয়েকদিনের সেঞ্চুরির ধারা বজায় রইল বুধবারও। বুধবার ফের ১১৭ জন নতুন আক্রান্তের চিহ্নিতকরণ হল রাজ্যে। আবার করোনার কারণে মৃত্যু হল আরও ৯ জনের। তবে সুস্থতার হারও খারাপ নয়। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৮৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য দফতর বুলেটিনে এমনটাই জানা গিয়েছে। উল্লেখযোগ্য, ১১৭ জনের মধ্যে কলকাতাতেই নতুন ৮৫ জনের হদিশ পাওয়া গিয়েছে।

প্রকাশিত বুলেটিন সূত্রে খবর, নতুন ১১৭ জনের করোনা চিহ্নিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২২৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট করোনায় মৃত্যু দাঁড়াল ১৩৫ জন। অন্যদিকে করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু ২০৭ জনের। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০২ জন। সুস্থ হওযার হার ৩০.৬৬ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৩৮১ জন।

বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫০১০ জনের। সব মিলিয়ে রাজ্যের ১৮টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৫৭৬৩২ জনের। রাজ্যের ৬৮টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫২ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৫৭০টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৬.১৩ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৮১৪৬ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬৩৫৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *