
আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: গত চব্বিশ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে ১২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য ভবনে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, ১২ জন করোনা আক্রান্তের মধ্যে চারজন ঘাটাল মহকুমার বাসিন্দা। অন্য আটজনের বাড়ি কেশপুর গড়বেতা ও মেদিনীপুর সদর ব্লক এলাকায়। এরা সকলেই পরিযায়ী শ্রমিক। কয়েকদিন আগে শ্রমিক স্পেশাল ট্রেনে তারা মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফেরার পর পরীক্ষার জন্য তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, আক্রান্তদের সকলকেই পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।