স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ জুলাই: হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধ স্বতঃস্ফূর্তভাবে মানুষ পালন করেছে। বনধ হয়েছে সর্বাত্মক। মঙ্গলবার বনধ শেষে সাংবাদিকদের একথা জানালেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
বিশ্বজিৎ বাবু বলেন, রাজবংশী সম্প্রদায়ের নেতা বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যার প্রতিবাদ জানাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে গোটা উত্তরবঙ্গজুড়েই বনধ পালন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার দল পুলিশ নামক লেঠেল বাহিনী দিয়ে মারধর দিয়ে অত্যাচার করে বনধ রোখার মরিয়া প্রয়াস চালিয়েছিল কিন্তু উত্তরবঙ্গের সাধারণ মানুষ বনধকেই সমর্থন করেছে। মানুষ বিধায়কের নৃশংস হত্যার বিষয়টি মেনে নিতে পারেনি বলে দাবি করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।