“ম্যাচ খেলার জন্য খুলব না তুলসীর মালা,” খুদে হিন্দু ফুটবলার কথা মানতে বাধ্য হল অষ্ট্রেলিয়ান বোর্ড

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: মাত্র ১২ বছরের খুদে ফুটবলার শুভ প্যাটেল। হিন্দু সনাতনী নিয়ম মেনে ছোট্ট থেকেই তার গলায় রয়েছে তুলসীর মালা। কিন্তু অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ফুটবল ম্যাচ খেলতে গেলে তাকে ওই তুলসীর মালা খোলার শর্ত দেওয়া হয়। সেই শর্ত শোনা মাত্রই খুদে হিন্দু ফুটবলার স্পষ্ট জানিয়ে দেয় তুলসী মালা গলা থেকে খোলার চেয়ে ম্যাচ না খেলাই তার কাছে শ্রেয়। তবে শেষপর্যন্ত তার সামনে মাথা নোয়াতে হয় ফুটবল বোর্ডকে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী এক হিন্দু ফুটবল খেলোয়ার শুভ প্যাটেলকে গলায় তুলসী মালা পরার কারণে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। “অস্ট্রেলিয়া টুডে” নামক একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শুভ রেফারির মুখের উপর মালা খুলবেন না বলে জানিয়ে দেয়। সে বলে, পাঁচ বছর বয়স থেকেই গলায় সে তুলসীর মালা পড়ে আছে, আর ম্যাচের কারণেসে মালা খুলতে রাজি নয়।” সংবাদ মাধ্যমকে সে জানায়, “শুধুমাত্র একটি ফুটবল ম্যাচের জন্য আমি এই মালা খোলার বদলে নিজের ধর্ম পালন করা বেশি পছন্দ করব।”

টুওয়াং ক্লাবের সদস্য শুভ জানায়, গলা থেকে তুলসীর মালা খোলা হিন্দু ধর্ম বিরোধী। সনাতন নিয়ম অনুযায়ী পুজোর প্রসাদের জন্য ব্যবহৃত তুলসীর মালা ধারণ করা আর সেটি জপ করা অত্যন্ত মঙ্গলকারী। শুভ স্বামীনারায়ণের ভক্ত। তার কথায় সে যদি ওই মালা খুলে ফেলে তাহলে ভগবান ভাববেন সে ওনাকে আর বিশ্বাস করে না। শুভ জানায়, তুলসীর মালা তাকে আত্মবিশ্বাস ও মনের জোর দেয়। তুলসী মালার কারণে সে নিজেকে সুরক্ষিত মনে করে।

এরপরই শুভ মাঠের এক কোনায় বসে খেলা দেখতে থাকে। এই প্রথমবার শুভকে মালা খুলতে বলা হয়। রিপোর্ট অনুযায়ী শুভ মালা পড়ে এর আগে ১৫টি ম্যাচ খেলেছে তখন তাকে কেউ মালা খুলতে বলেনি।

তবে ঘটনার পর অস্ট্রেলিয়ার ফুটবলের গভর্নিং বডি ফুটবল কুইন্সল্যান্ড তদন্ত শুরু করে এবং শুভ প্যাটেলের পরিবার এবং খুদে ফুটবলারের কাছে ক্ষমা চায়। শুভর ক্লাবও তার কাছে ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে,”ফুটবল একটি সমাবেশের খেলা আমরা সকল ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *