১৩টি স্ব-সহায়ক দলের বিজেপিতে যোগদান

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: অন্যদল ভাঙিয়ে দলে যোগদান করানোর হিড়িক চলছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। কিছু কিছু ক্ষেত্রে ফেক জয়েনিং করানোর অভিযোগও উঠছে। রবিবার গোপীবল্লভপুরে বিজেপি ছেড়ে ৫০টি পরিবারের তৃণমূলে যোগদানের দাবি করা হয়েছে। শাসক দলের এই যোগদান করানোর ঘটনার ঘন্টা দুয়েকের মধ্যে ওই গোপীবল্লভপুর এক নম্বর ব্লকেই এলাকার ১৩টি স্ব-সহায়ক দল থেকে প্রায় এক হাজার মহিলার গেরুয়া শিবিরে যোগদানের দাবি করেছে বিজেপি।

ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের নয়াবসান এলাকার ১৩টি স্ব -সহায়ক দল রবিবার গোপীবল্লভপুর বিজেপি অফিসে এসে দলে যোগ দিয়েছে। প্রতিটি দলে ১০০ জনেরও বেশি সদস্য রয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় সৎপতি, দলের রাজ্য কমিটির সদস্য অবনী কুমার ঘোষ এবং স্থানীয় মন্ডল সভাপতি নগেন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *