নদিয়ায় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ১৩২ জন কর্মীর তৃণমূলে যোগদান

আমাদের ভারত, নদিয়া, ২০ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে রবিবার দুপুরে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ১৩২ জন কর্মী শাসকদলে যোগ দিলেন। কৃষ্ণগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর প্রমথরঞ্জন ঘোষ জানান, সবাইকে নিয়ে একসঙ্গে দল করতে হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কথা ভুলে গেলে হবে না। তিনি বলেন, ওই নির্বাচনে সিপিএমের লোকজন বিজেপিতে নাম লিখিয়ে যেভাবে রাজনীতি করেছিল। সেই কথা মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না। তিনি বলেন, ২০২১ সালের নির্বাচনে বাংলার মানুষের স্বার্থে, বাংলার মা-বোনেদের স্বার্থে, বাংলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের স্বার্থে, ক্ষেতমজুরদের স্বার্থে, সমস্ত ভেদাভেদ ভুলে কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতি লক্ষ্মণ ঘোষ চৌধুরীর নেতৃত্বে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লক্ষ্মণ ঘোষ চৌধুরী, জেলাপরিষদের সহ সভাপতি দীপক বসু, কৃষ্ণগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর প্রমথ রঞ্জন বোস, হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য বাবলু গুহ, রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস মন্ডল, কাকুলি হালদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *