২৪ ঘণ্টায় ১৩৫ জন করোনা পজিটিভ, মৃত আরও ৬, সুস্থ ২৮: বুলেটিন

রাজেন রায়, কলকাতা, ২২ মে: বিধ্বংসী আমফান যতই ক্ষতি করুক না কেন, করোনার ঝোড়ো ব্যাটিং অব্যাহত। বৃহস্পতিবার মাত্র ৬ জন কম থাকলেও শুক্রবার ফের ১৩৫ জন করোনা আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৩২ জন। আরও ৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ১৯৩ জনের।

করোনা থাকাকালীন অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু হয়েছে ২৬৫ জনের। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় আরও ২৮ জন সুস্থের হিসেব ধরলে এখনও পর্যন্ত মোট সুস্থ ১২২১ জন। সুস্থ হওয়ার হার ৩৬.৬৪ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৮৪৬ জন, অর্থাৎ এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ১০১ জন। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৩৫৫ জনের। সব মিলিয়ে রাজ্যের ৩০টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ১২০৫৯৯ জনের। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৪৬১৪ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮৪৫৬ জন।

এছাড়া এদিনের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় ২১ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১৫৭২ জনের। এদিন কলকাতায় আরও ৪ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ১৭৬ জনের। এদিন সর্বোচ্চ সংক্রমণ হাওড়ায়। হাওড়ায় ৭৪ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৭৩২ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ৭ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৪৩৯ জনের, মৃত্যু হয়েছে ২ জনের। সংক্রমণ বেড়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মালদা, মুশির্দাবাদ, নদিয়া এবং বীরভূমেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *