
আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন ১৪ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার দুপুরে দিঘা থেকে বিষ্ণুপুর গামী একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় ১৪ জন যাত্রী আহত হয়। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।