আমাদের ভারত, হুগলী, ১৭ জুলাই: জমির বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল হুগলির বৈঁচি। ঘটনায় আহত পনেরো জন। তাদের ভর্তি করা হয়েছে বৈঁচি স্বাস্থ্য কেন্দ্রে।
জানাগেছে, গতকাল বৈঁচি ডিভিসি খালধারে তৃণমূল কর্মী শেখ মিলন বাড়ির সামনের জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরতে যাযন। সেই সময় এলাকারই দুই যুবক তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। আজ বেলার দিকে আবারও বেড়া দিতে গেলে তৃণমূল কর্মী শেখ বাবু দলবল নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, রড নিয়ে মারধর করা হয় তাদের। সংঘর্ষ বেধে যায় দু’পক্ষের। ঘটনায় আহত হয় দু’পক্ষের কমপক্ষে পনেরো জন। তাদের বৈঁচিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙ্গচুর চালানো হয় বলেও অভিযোগ।
পরে এলাকার তৃণমূল নেতা শেখ মান্নান ও অমর ঘোষের দুই গোষ্ঠীর সেখানে আসে। বচসা থেকে তারাও জড়িয়ে পড়ে হাতাহাতিতে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। এলাকায় রয়েছে পুলিশ বাহিনী।