১০০ দিনের কাজ বন্ধ, পঞ্চায়েত প্রধানের সামনে ধর্নায় ১৫০জন জব কার্ডধারী

আমাদের ভারত, হুগলী, ৩ জুন: কোনও কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ১০০ দিনের কাজ। ঘটনা সিঙ্গুর থানার বেরাবেরি গ্রাম পঞ্চায়েত এলাকার। সরকার যেখানে একশো দিনের কাজে জোর দেবার কথা বলছে, সেখানে কোনও কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে একশো দিনের কাজ। আশেপাশের সমস্ত এলাকায় কাজ হলেও হঠাৎ করে কেন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, তা নিয়ে পঞ্চায়েত প্রধানের সামনে ধর্নায় প্রায় ১৫০জন জব কার্ডধারী।

প্রঞ্চায়েত প্রধান দিপঙ্কর ঘোষের বক্ত‍ব্য, লকডাউন থেকে লোক ধাপে ধাপে কাজে আসছে। সেই কারণে সুপারভাইজারের একটার পর একটা মাস্টার রোল বার করতে অসুবিধা হয়েছে। একটা দিন কাজ বন্ধ রয়েছে। আবার কাল থেকে কাজ হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here