গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫ জুন: বিজেপি নেতা সায়ন্তন বসুর হাত ধরে বিভিন্ন দলের ১৫০ জন বিজেপিতে যোগদান করল আরামবাগের গৌরহাটি এলাকায়। এদিন আরামবাগে এক দলীয় অনুষ্ঠানে এই যোগদান প্রক্রিয়া চলে। তবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, যুবমোর্চা সভাপতি বিশ্বজিৎ ঘোষ।
এদিন আরামবাগের গৌরহাটির পার্টি অফিসে
প্রথমে দলীয় পতাকা তোলেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। তারপর অন্যান্য দল থেকে আসা নেতা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। এরপর বাড়ি বাড়ি গিয়ে গৃহ সংযোগে সামিল হন। তিনি বলেন, বিভিন্ন ক্লাব সংগঠনকে টাকা দেওয়া হয়েছে আরামবাগের এক তৃণমূল নেতার মাধ্যমে। টাকা নয় ছয় হয়েছে কিন্তু তার কোনও তদন্ত হয়নি। এমনকি টেট পরীক্ষার জন্য আরামবাগ, তারকেশ্বর থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিলেও চাকরির আশায় টাকা বহু নেতাকে দিয়েছে প্রতারিত হয়েছে তারা। সেই সব নেতাদের বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি। এই সরকারের আমলে কোনও তদন্ত হবে না, কারণ এসবের পয়সা চলে যায় কালীঘাটে।