পশ্চিম মেদিনীপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে দেড় হাজার সমর্থক

আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জানুয়ারি: বিজেপি ছেড়ে ১৫০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। দলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার কেশপুর, শালবনি, মেদিনীপুর সদর, ডেবরা, পিংলা ও সবং ব্লকের বিভিন্ন গ্রাম থেকে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে আসেন বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। দলত্যাগী বিজেপি নেতা কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অজিত মাইতি, বিধায়ক শিউলি সাহা, দীনেন রায়, শ্রীকান্ত মাহাতো এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা। 

অজিত মাইতি  দাবি করেন, মানুষ আর বিজেপির ওপর ভরসা রাখতে পারছেন না। এনআরসি ও সিএএ’র জন্য বিজেপির নিচু তলার নেতা কর্মীরা এখন আর তাদের নেতাদের ওপর আস্থা রাখতে পারছেন না। 
অজিত বাবুর দাবি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলা পশ্চিম মেদিনীপুর থেকেই বিজেপির শেষের শুরু হয়ে গেছে।  কয়েক মাস পর এই জেলায়  বিজেপির পতাকা ধরার লোক পাওয়া যাবে না। 

বিজেপির জেলা সভাপতি শমিত দাস জানিয়েছেন, তৃণমূলে যোগদানকারী এই সমস্ত কর্মী সমর্থকরা তৃণমূলেরই লোক ছিল। তারা বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল থেকে বসে গিয়েছিল। তাদের প্রলোভন দেখিয়ে অনুষ্ঠান করে ফের দলের পতাকা ধরিয়েছেন তৃণমূল নেতারা। বিজেপি ছেড়ে কোনো নেতা-কর্মীর তৃণমূলে যোগদানের খবর তাদের কাছে নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here