জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত উভয় পক্ষের মহিলা সহ ১৬

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ নভেম্বর: জমি নিয়ে বিবাদ। তার জেরে সকাল থেকে দুই পক্ষের সংঘর্ষ। মারামারিতে দুই পক্ষের ১৬ জন আহত হয়েছে,। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের বকজুরি অঞ্চলের আকন্দ বেড়িয়া গ্রামের ঘটনা।

জানা গেছে, তিন বিঘা জমির মালিকানাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দিন ধরে বিবাদ চলছিল জিয়াদ আলী মোল্লা ও লতিফ মোল্লা এই পরিবারের মধ্যে। শুক্রবার সকালে সেই বিবাদ চরমে ওঠে এবং তা সংঘর্ষে পরিণত হয়। কোদাল, রড, শসবল নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ উভয় পক্ষের ১৬ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজন বসিরহাট হাসপাতালে ভর্তি। আহতরা হল, ১৮ বছরের হাকিমুল মোল্লা, ৪৫ বছরের লতিফ মোল্লা, ২১ বছরের আজমিরা বিবি, ৩৮ বছরের জিয়াদ আলী মোল্লা, ৩৫ বছরের আব্বাস মোল্লা, ৩২ বছরের সাজ্জাদ মোল্লা, ২৭ বছরের হাবিবা বিবি, ৩২ বছরের রহিমা বিবি সহ ১৬ জন। তাদের মধ্যে চারজনকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বাকিরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষ। তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here