
আমাদের ভারত, মালদা, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগের দিন ১৫ টি বিস্ফোরক বোমা সহ ১৬ জামাত জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। মালদা জেলার পার্শ্ববর্তী সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার রাজারামপুর এলাকা থেকে তাদেরকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। ২৬ শে জানুয়ারির দিন সীমান্ত এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল এরা। সীমান্তে বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত প্রহরা দ্বিগুণ করেছে বিএসএফ। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।