জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুলাই:
কয়েক দিন আগে ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকায় সভা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেশ কিছু রাজনৈতিক কর্মীর হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরিয়ে দলে নিয়েছেন। বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাল্টা হিসেবে ডেবরা ব্লকের ওই রাধামোহনপুর বাজারেই একটি পথসভা করা হয়। সভায় ১৬৮টি পরিবারের হাতে পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি অজিত মাইতি ও রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।
সভায় উপস্থিত ছিলেন ডেবরা ব্লক সভাপতি রাধাকান্ত মাইতি, বিধায়ক সেলিমা খাতুন বিবি, তৃণমূল নেতা বিবেকানন্দ মুখার্জি, অলোক আচার্য্য সহ অন্যান্যরা। এই দিন সর্বশেষ বক্তব্যে অলোক আচার্য্য বলেন, ২ মাসের মধ্যে বিজেপিক ডেবরা থেকে বিতাড়িত করা হবে।