পর্যটন ভিসায় অসমে এসে ধর্ম প্রচার, শর্ত ভাঙায় ১৭ জন বাংলাদেশি গ্রেফতার

আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: পর্যটন ভিসার শর্ত অমান্য করে অসমে এসে ধর্মীয় প্রচার করেছিলেন। এই অভিযোগে বাংলাদেশের ১৭ জন নাগরিককে আটক করেছে সে রাজ্যের পুলিশ। রবিবার এ বিষয়ে অসম পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মৌলবাদ প্রচার করার কোনো প্রমাণ মেলেনি।

ডিজি জানিয়েছেন, অনেক সময় বাংলাদেশ থেকে পর্যটন ভিসা নিয়ে এসে দেশের ধর্মীয় প্রচার করেন মোল্লারা। অনেকে আবার মৌলবাদের প্রচার করেন। কিন্তু এই ধরনের কোনো ধর্ম প্রচারকের অসমে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার অসমের বিশ্বনাথ জেলার বাগমারি এলাকা থেকে এক ধর্মপ্রচারক সহ ১৭ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ভিসার শর্ত ভাঙার অভিযোগে আটক করা হয়েছে।

এদের মধ্যে ৮ জন পুলিশি হেফাজতে রয়েছেন, বাকিরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। বাংলাদেশ থেকে ধৃতরা প্রথমে কোচবিহারে এসেছিলেন বলে জানা গেছে। ১৩ সেপ্টেম্বর ওই ১৭ জন কোচবিহার থেকে বাসে বিশ্বনাথ জেলা পৌঁছান। শুক্রবার বাঘমাড়ি এলাকায় একটি ধর্মীয় সভার আয়োজন করে। এরপর বিষয়টি জানতে পেরে সক্রিয় হয় পুলিশ। তদন্তে নেমে জানতে পারে পর্যটন ভিসা নিয়ে ভারতে এসে ওই ১৭ জন বেড়ানোর জন্য আসেননি।

ডিজি বলেন, আমি একবারও বলছি না যে ওরা মৌলবাদী প্রচার করেছিলেন। কিন্তু ওরা ধর্মীয় প্রচার করেছিলেন। যা পর্যটন ব্যবসার স্বার্থ বিরোধী। এই মুহূর্তে তাদের ভিসার শর্ত ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই নিয়ে তদন্ত চলছে। অসম বরাক উপত্যকায় প্রায়শই দেখা যায় বাংলাদেশ থেকে সেখানে মৌলবিদদের আমন্ত্রণ জানানো হয়। এরপর ওই মৌলবিরা পর্যটন ভিসায় এদেশে এসে ধর্ম প্রচার করেন। আবার কেউ কেউ মৌলবাদের প্রচার করেন। ধৃত ১৭ জনের ক্ষেত্রে এখনো এই ধরনের অভিযোগ প্রমাণিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *