জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামজীবনপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে মোট ১৮ জন মাস্ক ও হেলমেট বিহীন সাধারণ মানুষকে আটক করা হয়েছে।
করোনা সংক্রমণ ঠেকানোর জন্য বিশেষজ্ঞরা বার বার মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে বার বার করোনা নিয়ে সচেতন করা এবং মাস্ক পরার কথা বলা হচ্ছে, তার পাশাপাশি বাইক আরোহীদের হেলমেট ব্যাবহার করার কথা বলা হচ্ছে। কিন্ত অসচেতন মানুষ রাস্তায় মাস্ক ও হেলমেট ব্যাবহার করছেন না। কেউ কেউ পুলিশ দেখেই গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য পথে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন বাজারে যাচ্ছিলাম তাই মাস্ক আনতে ভুলে গেছি, নানান অজুহাত দেখাচ্ছেন পুলিশকে।
সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক করার পরও কিছু অসচেতন মানুষ যাদের মাস্ক ও বাইক আরোহীদের হেলমেটে অনীহা দেখা যাচ্ছে তাদের শায়েস্তা করতে আজ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা বিশেষ অভিযান চালায়। অভিযান চালিয়ে মোট ১৮ জন মাস্ক ও হেলমেট বিহীন সাধারণ মানুষকে আটক করা হয়।