রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ, ইংল্যান্ড ফেরত তরুণের শরীরে পাওয়া গেল কভিড-১৯

আমাদের ভারত,১৭ মার্চ:রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন ইংল্যান্ড ফেরত এক তরুণ। ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই তরুণ ছাড়াও তরুণের সংস্পর্শে এসেছেন যারা তাদেরকেও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা। সংক্রমিত তরুণের মা-বাবা ও ড্রাইভারকে বেলেঘাটা আইডিতে কয়েরাইন্টাইনে রাখা হয়েছে।

গোটা বিশ্বের মতো এবার পশ্চিমবঙ্গেও থাবা বসালো করোনা ভাইরাস। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা সন্দেহে অনেকে হাসপাতালে ভর্তি হলেও কারো শরীরে পজিটিভ সংক্রমণ পাওয়া যায়নি। কিন্তু মঙ্গলবার থেকে হিসেবটা পাল্টে গেল। ইংল্যান্ড ফেরত এক যুবকের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। জানা গেছে ১৫মার্চ যুবক ইংল্যান্ড থেকে ফিরে ছিলেন। ইংল্যান্ডে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই তরুণ। সেই পার্টিতে থাকা চারজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

ভারতে ফেরার পর ওই যুবকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনো উপসর্গই ছিল না। কিন্তু যেহেতু তিনি ইংল্যান্ড থেকে ফিরে ছিলেন তাই সোমবার থেকে বাড়িতে কয়েরান্টাইন করে রাখা হয়েছিল তাকে। সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডিতে। আর সেই রিপোর্ট পজিটিভ আশায় চক্ষু চড়কগাছ সকলের।

ইংল্যান্ড থেকে আসার পর ওই যুবক যার যার সংস্পর্শে এসেছে বিশেষত তার মা-বাবা,গাড়ির ড্রাইভারকেও আনা হয়েছে বেলেঘাটা আইডিতে। তাদেরকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here