যুবককে অপহরণ করে মুক্তিপণের দাবি, গ্রেফতার ২

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ মার্চ:
এক যুবককে অপহরণ করে ঘরে আটকে রেখে ৪০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। এই অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার বাগী এলাকায়। এই ঘটনায় চার জনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন অপহরণ হওয়া সন্দীপেন্দ্র দে। অভিযুক্তদের নাম শাজাহান মণ্ডল, সুজিত রায়, শাহাদাত মণ্ডল ও সেলিম মণ্ডল। এদের মধ্যে সেলিম মণ্ডল ও শাজাহান মণ্ডলকে বাগদা থানার পুলিশ গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার ন’পাড়া থানার বাসিন্দা সন্দীপেন্দ্র দে সরকার নামে এক যুবককে ৭ মার্চ বেশ কয়েকজন দুষ্কৃতী বনগাঁ এলাকা থেকে অপহরণ করে বাগদার বাগী এলাকায় একটি বাড়ি নিয়ে গিয়ে আটকে রাখে। তাঁর কাছে থাকা সোনার চেন, টাকা সহ মোবাইল কেড়ে নেয়। এরপর তাঁর কাছে ৪০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে দুষ্কৃতীরা। সন্দীপেন্দ্র টাকা দিতে অস্বীকার করলে তাকে হাতপা ও মুখ বেধে বন্ধ ঘরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুক্রবার রাতে সুযোগ বুঝে সন্দীপেন্দ্র দুষ্কৃতীদের ঘাঁটি থেকে পালিয়ে যায়। এরপর সেখান থেকে সে বাগদা থানায় ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অসুস্থ থাকায় পুলিশ তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তল্লাশি চালিয়ে সেলিম মণ্ডল ও শাজাহান মণ্ডলকে গ্রেফতার করে। বাকিদের খোঁজে বাগদা থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here