
আমাদের ভারত, খড়্গপুর, ১৬ জানুয়ারি: খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত এক রেলকর্মীকে হাত-পা বেঁধে খুন করার ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ধৃত সুধীর দাস এবং শঙ্কর খড়্গপুর পুরসভার অস্থায়ী কর্মী। ধৃতদের আজ আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হবে। ধৃতদের জেরা করে আরো দুই অভিযুক্তর খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত সোমবার খড়্গপুরের নিউ সেটেলমেন্ট এলাকায় জে বি সুব্রহ্মণ্যম নামে এক বৃদ্ধ খুন হয়েছিলেন। ধৃতদের কাছ থেকে পুলিশ খোয়া যাওয়া একটি সোনার গয়না উদ্ধার করেছে। মৃত ব্যক্তি অকৃতদার ছিলেন, তিনি রেলের কোয়ার্টার ভাড়া নিয়ে একাই থাকতেন। তাঁর বাড়িতে লুটপাট চালানোর জন্যই এই খুন বলে পুলিশ সুপার জানিয়েছেন।