হাবড়ায় নেশার ট্যাবলেট বিক্রির অভিযোগে গ্রেফতার ২

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ মার্চ: নিষিদ্ধ নেশার ট্যাবলেট বিক্রি করার অভিযোগে গ্রেফতার দুই যুবক। উদ্ধার হয় ৩০০টি ইয়াবা ট্যাবলেট। বুধবার রাতে উত্তর ২৪ পরগণার হাবড়া থানার বুধোহাটি মোড় থেকে একটি বাইক সহ তাঁদের গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। ধৃতদের নাম সুব্রত ঘোষ ও অক্ষয় সাহা। কৈপুকুর ও নগরথুবা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাবড়া কলেজের সামনে ও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের কাছে এই নেশার ট্যাবলেট বিক্রি করত সুব্রত ও অক্ষয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এই নেশার ট্যাবলেট বিক্রি করছিল বলে অভিযোগ আসে থানায়। এরপর তল্লাশি শুরু করে হাবড়া থানার পুলিশ। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়ার বুধোহাটির মোড় থেকে একটি বাইক সহ তাঁদের গ্রেফতার করে। উদ্ধার হয় ৩০০টি নিষিদ্ধ ট্যাবলেট।

স্থানীয় বাসিন্দা অরুপ দাস বলেন, এই নেশার ট্যাবলেট খেয়ে হাবড়ার অনেক স্কুল পড়ুয়ারা আশক্ত হয়ে পড়েছে। এছাড়া কলেজেও একই অবস্থা। এঁদের পেছনে অন্য কোনো চক্র আছে কি না পুলিশ তদন্ত করলেই জানতে পাড়বে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here