রায়গঞ্জে সিএএ বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

আমাদের ভারত, উত্তরদিনাজপুর, ১৯ ডিসেম্বর: সিএএ আন্দোলনকারীদের ওপর গুলি-বোমা নিয়ে হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

গতকাল জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে কয়েকটি গাড়ি করে বাড়ি ফিরছিলেন আন্দোলনকারীরা। সেই সময় রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের পাশ থেকে কেউ বা কারা তাদের লক্ষ্য করে বোমা এবং এলোপাথাড়ি গুলি ছোড়ে। হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করে। ঘটনায় ধারাল অস্ত্রের কোপে ৬ আন্দোলনকারী গুরতর আহত হয়। তাঁদের তড়িঘড়িথে রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।

সেই ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে রারিয়া গ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করে। এছাড়া আরও পাঁচজনকে আটক করে। জানা গেছে, ৯টি মোটরসাইকেলে ১৮ জন হামলাকারী ছিল। আজ রায়গঞ্জে আসেন উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার। তিনি ধৃতদের নিয়ে রারিয়া গ্রামে গিয়ে তল্লাশি করেন। আজ ধৃতদের আদালতে তোলা হলে, তাদের চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতরা হল কৃষ্ণ পাল এবং প্রভাত রাউত। গতকালের ঘটনার পর আজও এলাকা থমথমে এলাকার সমস্ত স্কুল আজ বন্ধ ছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here