
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২২ ফেব্রুয়ারি: বেআইনিভাবে সরকারি বনের গাছ কেটে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার কর্তব্যরত অফিসার মানাউল্লা শেখ বাহাদুরপুর ফরেস্টে হানা দেন। সেখান থেকে সঞ্জয় দাস এবং তাপস রাজোয়ার ওরফে হাবাকে সরকারি গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও এদের বিরুদ্ধে একাধিকবার গাছ কাটার অভিযোগ রয়েছে। আরবলদা নিউ মিলন সমিতির সদস্য সুদীপ দাস জানান, বিগত পাঁচ বছর ধরে এরা অবৈধভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত। আমরা ক্লাবে বসে ছিলাম। সেই সময় শুনতে পাই গাছ পড়ার শব্দ। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। আমরাও টর্চ এবং মোটর সাইকেলের লাইট জ্বালালে এদের দেখতে পাই। বাগানের মধ্যে ঢুকে তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
আরবলদা নিউ মিলন সমিতির আরএক সদস্য বিজয় বিশ্বাস জানান, আজকের শিবরাত্রি চারিদিকে মাইক, পুজোয় ব্যস্ত সবাই তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে এরা ফরেস্টে ঢুকেছিল। ভেবেছিল খুব সহজে কাজ হাসিল করবে। এই সঞ্জয়ের এখানে একটা সেলুন আছে, দিনের বেলায় চুল কাটে আর রাতের বেলায় অবৈধভাবে গাছ পাচার করে। আর তাপস রাজোয়ারও এখানকার স্থানীয় ছেলে। পেশায় রংমিস্ত্রি হলেও গাছ মাফিয়া হিসাবে এর জুড়ি মেলা ভার। এদের সঙ্গে আরও তিন চার জন আছে। রাত বাড়লেই এদের অন্য রূপ দেখা যায়। আজকে প্রাথমিকভাবে দেখেছি যে দুটো গাছ কেটেছে। কিন্তু রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না এরা আরো কত গাছ কেটে রেখেছে, সকাল হলেই হিসাবটা বোঝা যাবে।