
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি:
কিশোরীকে ভুলিয়ে অপহরণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়া থানার হাসপাতাল ময়দান এলাকায়। অপহরণের অভিযোগে সুব্রত বিশ্বাস ও তাঁর বাবা গোবিন্দ বিশ্বাস নামে দুই জনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। ধৃতদের বুধবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার উত্তর ২৪ পরগণার হাবড়া হাসপাতাল ময়দান এলাকা থেকে হাবড়া পাচঘড়া কুমড়া এলাকার বাসিন্দা এক ১৭ বছরের কিশোরীকে ভুলিয়ে অপহরণ করে নিয়ে যায় সুব্রত। এরপর ওই কিশোরীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে, হাবড়া থানায় অভিযোগ দায়ের করে। হাবড়া থানার পুলিশ তল্লাশিতে নেমে জানতে পারে কিশোরীকে অপহরণ করে ভিন রাজ্যে পাচার করার উদ্দেশ্যে একটি গোপন আস্তানায় লুকিয়ে রাখা হয়েছে। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ প্রথমে সুব্রতর বাবা গোবিন্দ বিশ্বাসকে গ্রেফতার করে এবং পুলিশি হেফাজতে নিয়ে আসার পর মূল অভিযুক্ত সুব্রত বিশ্বাকে বুধবার ভোররাতে গ্রেফতার করে। গোপন ডেড়া থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। বুধবার অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করা হয় ও কিশোরীকে উদ্ধার করে গোপন জবানবন্দির জন্য বারাসাত আদালতে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।